স্মার্টওয়াচ আসার পর থেকেই বাজারে কিছুটা হলেও কমে গেছে সাধারণ ঘড়ির চাহিদা। কিন্তু স্মার্টওয়াচ মানেই অনেকে ভেবে নেন এটি অনেক দামি জিনিস অথবা দামি স্মার্টওয়াচ না হলে সেটা ভালো হবে না। আসুন জেনে নেই ৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টওয়াচ কোনগুলো…
সবচেয়ে কম দামে এই স্মর্টওয়াচগুলো কিনতে পারেন প্রিয় টেক থেকে।