প্রিয় ল্যাপটপ ব্যাংক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব-অর রহমান পেয়ে গেছেন তার কাঙ্ক্ষিত ল্যাপটপ। কী করবেন মাহবুব এই ল্যাপটপ দিয়ে, কেন এটি তার প্রয়োজন? তার অনুভূতিই বা কেমন–এসব জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, আরও কিছু কথা, যেগুলো আগে কখনও হয়তো বলা হয়নি।
ল্যাপটপ হাতে পাওয়ার পর মাহবুব মুখোমুখি হয়েছিলেন ল্যাপটপ ব্যাংক টিমের। অল্প করে জানিয়েছেন তার পথচলার গল্প। আজ থাকছে সেই গল্প!
উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার মান্নোয়ন ও শিক্ষাজীবনকে উন্নত করতে অলাভজনক সংস্থা ‘প্রিয় ফাউন্ডেশন’ গঠন করে প্রিয় লিমিটেড। অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোসহ শুরু থেকেই বিভিন্ন শিক্ষা সহায়তামূলক কাজ করছে প্রিয় ফাউন্ডেশন। অনলাইনে শিক্ষা কার্যক্রম, পরীক্ষা নেওয়া, প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে দেখা যায়, লাখ লাখ শিক্ষার্থীদের ল্যাপটপ নেই। ফলে অনেক শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নিতে পারছে না, যেটি করোনা মহামারীর সময়েও স্পষ্ট হয়েছে। শুধু ল্যাপটপ না থাকায় লাখ লাখ শিক্ষার্থী অনলাইনে শিক্ষা অর্জনের অভিজ্ঞতা থেকে দূরে ছিলেন এবং অনেকেই ঝরেও গেছেন। তাই যেসব শিক্ষার্থীদের ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, তাদের কাছে আবেদনের আহ্বান জানায় প্রিয় ফাউন্ডেশন এবং এর নাম দেওয়া হয় ‘প্রিয় ল্যাপটপ ব্যাংক’।
ল্যাপটপ ব্যাংকের ঘোষণা দিলে হাজার হাজার শিক্ষার্থী ল্যাপটপের জন্য আবেদন করেন। করোনার কারণে পুরোদমে কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হলেও এখন আবার কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ল্যাপটপ উপহার পেলেন ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ উপহার দেওয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: Priyo Quiz