মোবাইল ফোন আবিষ্কারের মধ্য দিয়ে অনেক কিছুই এখন বদলে গেছে। ফটোগ্রাফিও এর বাইরে নয়। এখন মানুষ তার সুন্দর মুহুর্তগুলো হাতে থাকা ফোন দিয়েই বন্দি করতে চায়। আবার বড় বড় ভারী ক্যামেরা থেকে বের হয়ে এখন পকেটে থাকা মোবাইল দিয়েই ভিডিওগ্রাফির কাজ করছেন সাংবাদিকরা, যার নামও দেওয়া হয়েছে ‘মোজো’ অর্থাৎ মোবাইল জার্নালিজম। দর্শক কথা বাড়াব না। আজকে আমরা তেমনি কিছু মোবাইল ফোনের লেন্স সম্পর্কে জানব, যা আপনার ফোনে তোলা ছবিতে এনে দিবে প্রফেশনাল একটি লুক।