মোবাইল ফোন এখন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইমেইল, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন কাজে ফোন আমাদের ব্যবহার করতেই হয়। কিন্তু বিপত্তিটা বাধে, যদি ফোনে কোনো ধরনের নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ মেইল হোক, কিংবা অন্য কোনো অ্যাপের নোটিফিকেশন হোক, তা যদি বন্ধ হয়, অনেকটা বিপদেই পড়তে হয়। কিন্তু চাইলেই এটার সমাধান করা যায়। চলুন আজকে জেনে নেওয়া যাক, আপনার ফোনে কেন নোটিফিকেশন আসা বন্ধ হয় এবং কিভাবে তা ফিক্সড করবেন?