ভাইরাল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স চ্যাটবট চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ যেসব কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে জানেন, তাদের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ব্লুমবার্গ।
মাইক্রোসফটের বিনিয়োগের ব্যাপারটি এখনও আলোচনার পর্যায়ে আছে এবং মাইক্রোসফট কয়েক বছর ধরে এই বিনিয়োগের কথা ভাবছে। দুটি প্রতিষ্ঠান গত কয়েক মাস ধরে এই চুক্তি নিয়ে আলোচনা করছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে মাইক্রোসফটের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাইক্রোসফট এবং ওপেনআই—উভয় প্রতিষ্ঠানই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।