গাড়ি কেনার আগে সবাই যার যার সেই প্রিয় রঙের গাড়ি কেনারই চিন্তা করেন। কিন্তু আপনি কি জানেন, সেই প্রিয় রঙই যে আপনার দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অবশ্যই গাড়ি কেনার আগে খেয়াল রাখতে হবে আপনার গাড়ির রঙই যেন দুর্ঘটনার কারণ না হয়। গাড়ি কেনার সময় এমন রঙের গাড়ি পছন্দ করতে হবে যেটি দুর্ঘটনার কবলে পরার সম্ভাবনা কম। আবার গাড়ির রঙের কারণেই যে শুধু দুর্ঘটনায় পড়বে বিষয়টি অবশ্য সেরকমও নয়। আরও অনেক কারণেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারে। তবে আজ পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে তারও তো কোনো ইতিহাস বা বিজ্ঞান রয়েছে। Autolist ও Wales247-এর প্রতিবেদনে এক সমীক্ষার তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে কোন রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে।