যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের সিইএস২০৩-তে অনেকগুলো পণ্যই দর্শনার্থী ও গণমাধ্যমের নজরে এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ল’রিয়েলের একটি মোবাইল অ্যাপ, যা একটি ডিভাইসের সঙ্গে কানেক্টেড থেকে সহজেই ভ্রু সাজানোর কাজ করবে! এছাড়া সঠিক নেভিগেশনের জন্য, ভিডিও কনফারেনসিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় করার জন্য, শরীরে ট্যাটু আঁকার জন্য ইনোভেটিভ সব ডিভাইসগুলোও অনেকের নজর কেড়েছে। এসব পণ্য যখন ভবিষ্যতে আমাদের প্রতিদিনকার জীবনে নতুন ভ্যালু এড করবে।