মনে হয়, বেশিরভাগ মানুষই চিন্তায় থাকেন যে, ফোনটি কখন চার্জে দিবেন। অনেক সময় ব্যস্ততার কারণে চার্জ দিতে অনেকে ভুলে যান। আবার কেউ একটু চার্জ হলেই ফোনটি চার্জ থেকে সরিয়ে নিচ্ছেন। এটা কি চার্জ দেওয়ার সঠিক পদ্ধতি? আজকের ভিডিওতে আমরা জানব, কখন আপনি ফোনটি চার্জে দিবেন? কত শতাংশ ব্যাটারি থাকলে ফোন চার্জে দিবেন?