স্মার্টফোনের চাহিদা বাড়ার সঙ্গেই বেড়েছে ইয়ারবাড বিক্রি। বিশেষ করে ভিডিও স্ট্রিমিংয়ের জিনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে হু হু করে বেড়েছে ইয়ারবাড বিক্রি। যেকোন জায়গায় মোবাইলে ভিডিও দেখা, গান শোনা কিংবা ফোনকলে কথা বলার জন্য ইয়ারবাড বহুল ব্যবহৃত একটি গ্যাজেট।
আসুন জেনে নেই বাজেট ফ্রেন্ডলি সেরা ৫টি ইয়ারবাড কোনগুলো