মহাকাশীয় বর্জ্য এখনো কোনো সমস্যা নয়। তবে অদূর ভবিষ্যতে এই বর্জ্যের কারণে যাতে মহাকাশে সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে মিশন পরিচালনার উদ্যোগ নিয়েছে সুইস স্টার্টআপ ক্লিয়ার স্পেস ও ফ্রেঞ্চ কম্পানি অ্যারিয়ানস্পেস। তাদের মিশনের নাম হবে ক্লিয়ারস্পেস১। অ্যারিয়ানস্পেস ভেগা-সি রকেট মহাকাশে পাঠানো হবে ২০২৬ সালের প্রথম ভাগে। রকেটটির ওপরের অংশে থাকবে ভেগা সেকেন্ডারি পেলোড অ্যাডাপ্টার। […]