২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ৫ মে শুক্রবার। এই গ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। এবারের গ্রহণ হবে পেনামব্রাল চন্দ্রগ্রহণ। পৃথিবী চাঁদের থেকে অনেক বড়। অর্থাৎ প্রাকৃতিক উপগ্রহের থেকে পৃথিবীর ছায়াও অনেক বড়। এই কারণে সূর্যগ্রহণের থেকে চন্দ্রগ্রহণ পৃথিবীর বেশি অংশে দৃশ্যমান হয়। ৫ মে পৃথিবীর বেশিরভাগ অংশে দৃশ্যমান হওয়া উচিত যেখানে চন্দ্রগ্রহণের সময় চাঁদ দিগন্তের […]