২০২২ সালের ডিসেম্বরে কেলি ছিলেন ৩৭ সপ্তাহের গর্ভবতী। ওই অবস্থায় তিনি যতটুকু শরীরচর্চা করতেন, তা মনিটরে রাখার জন্য অ্যাপল ওয়াচ ব্যবহার করতেন। একদিন হঠাৎ তিনি তার স্মার্টওয়াচে নোটিফিকেশন পান, তার হার্ট রেট বেড়ে গেছে অনেরটা। মিনিটে প্রায় ১২০ বিট। অথচ সে সময় তিনি কোনো পরিশ্রমই করছিলেন না। সমস্যা বুঝতে পেরেই হাসপাতালে যান। ২০২২ সালের ডিসেম্বরে […]