ভারতীয় ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ কোমাকি নিয়ে এলো নতুন বৈদ্যুতিক স্কুটার। যার নাম থাকছে কোমাকি এলওয়াই প্রো। স্কুটারটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর দুটি ব্যাটারি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৪ ঘণ্টা ৫৫ মিনিট চার্জ করলেই এই কোমাকি এলওয়াই প্রো বৈদ্যুতিক-স্কুটারটি ১০০ শতাংশ চার্জ হবে। বিস্তারিত পড়ুনঃ দুই ব্যাটারির ই-স্কুটার আনলো কোমাকি