বাড়ি হোক বা অফিস, ল্যাপটপে (Laptop) একটানা কাজ করার কারণে স্ক্রিনে (Screen) অনেক নোংরা ধুলাবালি জমে। এই ধুলো স্ক্রিনের উজ্জ্বলতা কেড়ে নেয়। অনেক সময় আঙুলের ছাপও পড়ে যায় স্ক্রিনে। স্ক্রীন বন্ধ অবস্থায় এগুলি সাধারণত বেশি দেখা যায়। ল্যাপটপের স্ক্রিন অনেকেই পরিষ্কার করতে ভয় পান। তবে তা একদমই কঠিন কাজ নয়। ল্যাপটপের স্ক্রিন একদম নতুনের মতো ঝকঝকে রাখতে আপনাকে কী-কী করতে হবে তা জেনে নিন।
বিস্তারিত পড়ুনঃ ল্যাপটপ ক্লিনিং টিপসঃ ল্যাপটপের স্ক্রিন খুব সেন্সিটিভ, সঠিক উপায়ে পরিষ্কার না করলেই বিপদ