আইকিউওও চীনে ভিভোর একটি সাব ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি চমকপ্রদ ফিচারের একটি ফোন এনেছে। মডেল আইকিউওও নিও ৭ প্রো। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এই ফোন মাত্র ৮ মিনিটে অর্ধেক চার্জ হবে।
গেমারদের জন্য তো এই ফোনে অজস্র সুবিধা থাকছেই পাশাপাশি যারা মাল্টি টাস্কিং এবং ক্যামেরা বেশি ব্যবহার করতে চান তারাও খুব একটা নিরাশ হবে না এই ফোনের ওপর।
বিস্তারিত পড়ুনঃ iQOO Neo 7 Pro: চোখের পলকে চার্জ হবে এই ফোন