চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি দীর্ঘ সাত বছর পর বাজারে ট্যাব আনল। মডেল শাওমি প্যাড ৬। এই ডিভাইসের দাম ১৯৯৯ চাইনিজ ইয়েন।
কয়েকটি স্টোরেজ ভার্সন ট্যাবটি পাওয়া যাবে।
শাওমির নতুন ট্যাবটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি ৬ জিবি অন্যটি ৮ জিবি। উভয় ভার্সনে ১২৮ জিবি স্টোরেজ থাকছে।
বিস্তারিত পড়ুনঃ ৭ বছর পর ট্যাব আনল শাওমি