নেকেই ফোনে চার্জ করার আগে ব্যাটারি ০ শতাংশে নামিয়ে আনেন। এটি একটি ভুল পদ্ধতি। স্মার্টফোনের চার্জ ২০ শতাংশে আসার আগেই সেটি চার্জে দিন এবং ১০০ শতাংশ হওয়ার আগেই খুলে ফেলুন। ফোনের ব্যাটারির স্তরকে যতটা সম্ভব ৩০-৭০ শতাংশের কাছাকাছি রাখুন। ফলে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করতে পারে।
নিজেদের ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। তাপ দীর্ঘ সময় ধরে ফোনের ব্যাটারির আয়ুকে প্রভাবিত করে। এজন্য ফোন কখনো বালিশের নিচে রাখাও ঠিক নয়। এমনকি রোদেও ফেলে রাখবেন না।
অনেকেই রাতে জেগে ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিংবা গেম খেলেন। এরপর চার্জ শেষ হলে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এই ভুল আর করবেন না। সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারির ক্ষতি হয় এবং অল্পদিনে নষ্ট হয়ে যায়। এমনকি ফোন চার্জে দিয়ে ব্যবহার করা বা ফোনে কথা বলাও ঠিক নয়।
বিস্তারিত পড়ুন: ৩ অভ্যাসে ভালো থাকবে ফোনের ব্যাটারি