ক্রোম ওয়েব স্টোর থেকে ৩২টি ক্ষতিকর এক্সটেনশন সরিয়েছে গুগল। এই এক্সটেনশনগুলো সাড়ে সাত কোটিবার ডাউনলোড করা হয়েছে। এক্সটেনশনগুলো সার্চ রেজাল্ট পেজে রদবদল করা, স্প্যাম পাঠানো বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহৃত হতো। এক্সটেনশন ইনস্টলের ২৪ ঘণ্টা পর এই কোড অ্যাক্টিভেট হতো।সবচেয়ে বেশি ইনস্টল হওয়া এক্সটেনশনগুলো হলো অটো স্কিপ ফোর ইউটিউব, সাউন্ডবুস্ট, ক্রিস্টাল অ্যাড ব্লক, ব্রিস্ক ভিপিএন, ক্লিপবোর্ড হেল্পার ও ম্যাক্সিরিফ্রেশার। ওয়েব স্টোর থেকে এক্সটেনশনগুলো গুগল সরালেও স্বয়ংক্রিয়ভাবে সেগুলো ডি-অ্যাক্টিভেট হবে না। ব্যবহারকারীদের ম্যানুয়ালি এক্সটেনশনগুলো আন-ইনস্টল করতে হবে।
সূত্র : টেক স্পট