কোটি টাকা পুরস্কারের আয়োজন ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)’ জিতে নিলো মার্কোপোলো এআই ও ফেব্রিক লাগবে লিমিটেড। যৌথভাবে তৃতীয় বিগ বিজয়ী ঘোষণা করা হয় প্রতিষ্ঠান দুটিকে। পুরস্কার হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান পাবে এক কোটি টাকা করে। ডিজিটাল বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবাদাতা মার্কোপোলো এআইয়ের দুই প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক রোবায়েত ফারহান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে স্নাতক তাসফিয়া তাসবিন। এই দুই তরুণ বিশ্বখ্যাত সামিয়কী ‘ফোর্বস’-এর ‘থার্টি আন্ডার থার্টি ২০২৩ এশিয়া’ তালিকায় স্থান পেয়েছেন। অপর বিজয়ী উদ্ভাবনী উদ্যোগ ফেব্রিক লাগবে লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন নাজমুল ইসলাম ও সহপ্রতিষ্ঠাতা রাজিয়া সুলতানা।
বিস্তারিত পড়ুনঃ ২ কোটি টাকা পুরস্কার পেল যে দুই উদ্ভাবনী উদ্যোগ