তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের অপার সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্য প্রযুক্তি ও তারুণ্যের শক্তি। আর এ তারুণ্যের শক্তি ব্যবহার করে শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সাল নাগাদ সমৃদ্ধ স্মার্ট দেশের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ।
এজন্য তথ্য প্রযুক্তির অবারিত খাতগুলো ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। সরকার এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার ২০০ কলেজের ৫০ লাখ শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে উদ্যোগ নিয়েছে। তাই দেশের এক লাখ নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত গতির অপটিক্যাল ফাইবার কেবলের ইন্টারনেট সংযুক্তির আওতায় আনা হচ্ছে, যোগ করেন প্রতিমন্ত্রী।
বিস্তারিত পড়ুনঃ ২০৪১ সাল নাগাদ স্মার্ট দেশের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ: পলক