নেদারল্যান্ডসের এভিয়েশন স্টার্টআপ ইলেকট্রন আনছে নতুন এয়ার ট্যাক্সি। প্রতি ফ্লাইটে চারজন যাত্রী বহন করতে পারবে এয়ার ট্যাক্সি ইলেকট্রন ৫ প্লেন। বার্লিন, লন্ডন, প্যারিসের মধ্যে যাতায়াতে সময় লাগবে দুই ঘণ্টারও কম। ব্যাটারি একবার চার্জ করলেই ৩০০ কিলোমিটার গতিতে সর্বোচ্চ ৭৫০ কিলোমিটার যেতে পারবে এয়ার ট্যাক্সিটি।শূন্য কার্বন নিঃসরণকারী এয়ার ট্যাক্সিটি চালু হবে ২০২৭ সাল নাগাদ।
সূত্র : দ্য নেক্সটওয়েব