ভিশন প্রো এক্সআরের পর আরো দুটি হেডসেট নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। এর মধ্যে একটি আসবে ২০২৫ সালের শেষ দিকে। এটি হবে ভিশন প্রোর সাশ্রয়ী মডেল। আরেকটি ভিশন প্রোরই আপডেটেড সংস্করণ হবে।সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সংবাদদাতা মার্ক গার্মেন এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সাশ্রয়ী দামের হেডসেটটিতে থাকবে কম রেজল্যুশনের স্ক্রিন, স্বল্পসংখ্যক ক্যামেরা ও কম শক্তিশালী প্রসেসর। হেডস্ট্র্যাপ ডিজাইনও আহামরি হবে না। স্পেশাল অডিওর জন্য হেডসেট স্পিকারের বদলে ব্যবহার করতে হবে আইপড।
বিস্তারিত পড়ুনঃ ২০২৫ সালে আসবে ভিশন প্রোর সাশ্রয়ী সংস্করণ