দেশে গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলের স্মার্টফোন এনেছে স্যামসাং। ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনটি ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেলের পাশাপাশি অটোফোকাস ও টেলিফটো সুবিধার ১২, ১০ ও ১০ মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা রয়েছে। এক সপ্তাহ গ্যালাক্সি এস২৩ আলট্রা পরখ করে দেখা গেছে, ফোনটিতে তোলা দূরের ছবি জুম বা ক্রপ করা হলেও ফেটে যায় না। ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সুবিধা বেশি থাকায় রাতে বা কম আলোতেও ভালো মানের ছবি বা ভিডিও করা যায়।
বিস্তারিত পড়ুনঃ ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন দূরের ছবি নিখুঁতভাবে তুলতে পারে