শাওমির নতুন ফোন শাওমি ১৩ আলট্রা মূলত একটি ক্যামেরানির্ভর ফোন। যাঁদের ফোন কেনার অন্যতম উদ্দেশ্য ছবি তোলা, তাঁদের জন্য আদর্শ হতে পারে শাওমির নতুন এই ফোন। তবে ফোনটির আরেকটি সুবিধা নজর কেড়েছে সবার। ফোনটি শেষ ১ শতাংশ চার্জে চলবে ১ ঘণ্টা।
বিস্তারিত পড়ুনঃ ১ শতাংশ চার্জে এক ঘণ্টা চলবে শাওমি ১৩ আলট্রা