২০২২ সালে উত্তর কোরিয়া সমর্থিত হ্যাকাররা একশ ৭০ কোটি ডলারের ক্রিপ্টোমুদ্রা চুরি করেছে– এমনই দাবি করছে শীর্ষ এক ব্লকচেইন বিশ্লেষক কোম্পানি।
ক্রিপ্টো চুরির বেলায় এটি উত্তর কোরিয়ার আগের রেকর্ডের চারগুণ। ২০২১ সালে ৪২ কোটি ৯০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির অভিযোগ এসেছিল দেশটির বিরুদ্ধে।
এই সংখ্যা গত বছরের বিশ্বজুড়ে তিনশ ৮০ কোটি ক্রিপ্টো চুরির ৪৪ শতাংশ। একে ‘ক্রিপ্টো হ্যাকিংয়ের জন্য সবচেয়ে বড় বছর’ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্লেষক কোম্পানি চেইনালিসিস।
বিস্তারিত পড়ুন: ১৭০ কোটি ডলারের চোরাই ক্রিপ্টো গেছে উত্তর কোরিয়ায়?