১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল

এই প্রথম ১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল। হ্যান্ডসেটটির মডেল আইটেল এস২৩। সাশ্রয়ী দামের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে দেওয়া হয়েছে ১৬ জিবির র‌্যাম ও ১২৮ জিবির রম।

তবে আইটেল এস২৩ মডেলে কী প্রসেসর ব্যবহৃত হয়েছে, তা কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোনটিতে দেওয়া হয়েছে ১৬ জিবির র‌্যাম। তার ফলে এই আইটেল হ্যান্ডসেটটি অত্যন্ত দ্রুতগতির হয়ে উঠেছে। তবে এই 16GB RAM কিন্তু সরাসরি নয়। এর মধ্যে ৮জিবি হল ফিজিক্যাল এবং বাকি ৮জিবি ভার্চুয়াল র‌্যাম। 

বিস্তারিত পড়ুনঃ ১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *