১২৫ সিসির ডিসকভার আনল বাজাজ

ভারতের জনপ্রিয় টু হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাজ ১২৫ সিসির নতুন ডিসকভার মোটরসাইকেল এনেছে। নতুন ডিসকভারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় ফিচার। 

বাজাজের ডিসকভার সিরিজের মোটরসাইকেল ভীষণ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে এই সিরিজের মোটরসাইকেলের উৎপাদন বন্দ ছিল। বিশেষ করে ১২৫ সিসির বাইক বাজারে ছিল না দীর্ঘদিন। ক্রেতাদের বিপুল চাহিদার প্রেক্ষিতে বাজাজ ১২৫ সিসির নতুন ডিসকভার আনল।

বিস্তারিত পড়ুনঃ ১২৫ সিসির ডিসকভার আনল বাজাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *