১২১টি স্পোর্টস মোডসহ আসছে স্মার্টওয়াচ

শিগগির ভারতের বাজারে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ। এরই মধ্যে রেডমি ওয়াচ ৩ বিশ্ব বাজারে লঞ্চ করেছে। যাতে থাকছে ১২১টি স্পোর্টস মোড। স্বাস্থ্য ফিচার সহ অসংখ্য ওয়াচফেস। সেই সঙ্গে ব্লুটুথ কলিং ফিচারও পাবেন ব্যবহারকারীরা। এর আগেও বেশ কয়েকটি স্মার্টওয়াচ বাজারে এনেছে রেডমি।

রেডমি ওয়াচ ৩-এ দেওয়া হয়েছে ১.৭৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০×৪৫০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। যার ব্রাইটনেস ৬০০ নিট। ঘড়িটিতে দেওয়া হয়েছে সিলিকন স্ট্র্যাপ, ওজন মাত্র ৩৭ গ্রাম। স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিংয় ফিচারও পেয়ে যাবেন। এতে ইমার্জেন্সি কলিং-এর ফিচার রয়েছে।

বিস্তারিত পড়ুনঃ ১২১টি স্পোর্টস মোডসহ আসছে স্মার্টওয়াচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *