জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোট নিয়ে এলো নতুন ইয়ারফোন। সংস্থার দাবি, ইয়ারফোনটি মাত্র ১০ মিনিট চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। এছাড়া আরও একটি নতুন ফিচার দেওয়া হয়েছে এতে। তা হচ্ছে টাচ সোয়াপ। হ্যাঁ, এই প্রথম কোনো ইয়ারফোন আনলো বোট। যেখানে ফুল টাচ সোয়াপ পাবেন ব্যবহারকারীরা।
বোট রোকেরজ ২৫৫ টাচ নামের ইয়ারফোনটিতে বায়োনিক সাউন্ড ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা উন্নতমানের সাউন্ড কোয়ালিটি পাবেন। ব্লুটুথ ৫.৩ এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন স্মার্টফোনে। সঙ্গে এতে দেওয়া হয়েছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার।
বিস্তারিত পড়ুনঃ ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টা চলবে ইয়ারফোন