আন্তর্জাতিক বিনিয়োগ (ভেঞ্চার ক্যাপিটাল) প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি টাকার প্রাক্–পর্যায়ের (প্রি–সিড) বিনিয়োগ পেল কৃষি প্রযুক্তিভিত্তিক বাংলাদেশি উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) ফসল ডটকম লিমিটেড। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ বিনিয়োগের কথা জানায় প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে রয়েছে এসওএসভি ও সাউথ এশিয়া টেক পার্টনার। এ ছাড়া স্থানীয় দেবদূত (অ্যাঞ্জেল) বিনিয়োগকারী হিসেবে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী।
বিস্তারিত পড়ুনঃ ১০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেল দেশি স্টার্টআপ ফসল