০৭ জুন থেকে ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ শুরু

এক্সপোর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন জানান, তথ্যপ্রযুক্তি বিশ্ব ও
ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এখানে। পাশাপাশি

থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন। থাকবে বিভিন্ন
ইভেন্ট, সেমিনার ও নানা আয়োজন।
‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ এর প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থী
এবং সংবাদকর্মীদের জন্য এক্সপোতে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে।
সম্মেলনে জানানো হয়, ০৭ জুন বেলা ১১টায় বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত
সরকার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি জনাব মো.
রাশেদ আলী ভুইয়া, বিসিএস এর পরিচালক এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট
লিমিটেড এর মহাব্যবস্থাপক জনাব সমীর কুমার দাশ এবং সাউথ বাংলা কম্পিউটার্সের
হেড অব সেলস জনাব মো. মিজানুর রহমান। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতির
রংপুর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখা কমিটির চেয়ারম্যান
জনাব মো. মোকছেদুল ইসলাম।
সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট
বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর এর মেলার ডায়মন্ড স্পন্সর সনি-স্মার্ট।
প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং টেন্ডা-
সাউথ বাংলা কম্পিউটার্স। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে কম্পিউটার সিটি
টেকনোলজিস লিমিটেড, টিপি লিঙ্ক-এক্সেল, রায়ান্স, স্টার টেক লিমিটেড, ইউসিসি
এবং ওয়ালটন। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে ডাটাটেক, গোল্ডেন
ট্রেড ইন্টারন্যাশনাল বিডি, ওরিয়েন্ট কম্পিউটার্স, রাসা টেকনোলজিস, সিডনি সান
এবং ভ্যালু টপ। গেমিং পার্টনার হিসেবে এক্সপোতে থাকবে ইন্টেল এবং এমএসআই।
ইন্টারনেট পার্টনার মায়া সাইবার ওয়ার্ল্ড। টিকেট স্পন্সর সিগেট। প্রদর্শনীর
মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *