গতকাল শনিবার শেষ হলো ঢাকা মোটর শোর ১৬তম আসর। তিন দিনের প্রদর্শনীতে নতুন বেশ কিছু গাড়ি দেশের বাজারে ছাড়ার ঘোষণা এসেছে। সেই গাড়িগুলো আগত প্রদর্শনীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নতুন চারটি মডেলের গাড়ি এই প্রদর্শনীতে দেখিয়েছে হ্যাভাল। যার মধ্যে ২টি গাড়িই মেলার প্রথম দিন বৃহস্পতিবার বাজারে ছাড়া হয়। মেলা ঘুরে ও হ্যাভাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তাদের হ্যাভেন জুলিয়েন এইচইভি মডেলের গাড়িতে দর্শক-ক্রেতার আগ্রহ ছিল বেশি।
বিস্তারিত পড়ুনঃহ্যাভালের হ্যাভেন জুলিয়েন এইচইভি গাড়িতে আগ্রহ