হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার আসছে। বিশ্বের সবচেয়ে বড় এই মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং ফিচার আসছে।
করোনার সময় গোটা বিশ্ব গৃহবন্দি ছিল, ঠিক তখন থেকেই ভিডিও কল অপশনের উপর জোর দিয়েছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলে পার্টিসিপেন্টের লিমিট বাড়ানো, লিঙ্ক তৈরি থেকে শুরু করে এখনও অবধি তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইত্যাদি একাধিক অপশন এনেছে। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে প্ল্যাটফর্মটি এবার ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করারও সুবিধা দেবে, ঠিক গুগল মিটের মতো।
বিস্তারিত পড়ুনঃ হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন সুবিধা