হোয়াটসঅ্যাপে পণ্য কেনার পর তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না, পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে বের না হয়ে বা কোনো লিংকে ক্লিক না করেই সরাসরি মূল্য পরিশোধের সুযোগ মিলবে। ফলে হোয়াটসঅ্যাপে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোও সরাসরি ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। নতুন এ সুবিধা দিতে পেমেন্ট নামের নতুন টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা ব্যবহার করা যাবে।
বিস্তারিত পড়ুনঃ হোয়াটসঅ্যাপে সরাসরি পণ্যের মূল্য পরিশোধ করা যাবে