হোয়াটসঅ্যাপে নতুন ডিজাইনের কি-বোর্ড চালু

প্রতিনিয়ত বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে চলতি মাসের শুরুতে ইমোজি বারসহ নতুন কি-বোর্ড আনার কথাও জানানো হয়েছিল। সম্প্রতি মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি বেটা পরীক্ষকদের জন্য কি-বোর্ডটি চালু করেছে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা পরীক্ষকদের জন্য ইমোজি বারসহ নতুন ডিজাইনের কি-বোর্ড চালু করা হয়েছে। ব্যবহারকারীরা নতুন কি-বোর্ডকে ওপরের দিকে স্ক্রল করতে পারবে। এর মাধ্যমে আরো বড় পরিসরে ভিউ পাওয়া যাবে। এছাড়া জিআইএফ, স্টিকার ও অ্যাভাটার ব্যবহারের বারটি ওপরের দিকে যুক্ত করা হয়েছে। গ্যাজেটস নাউ

বিস্তারিত পড়ুনঃ হোয়াটসঅ্যাপে নতুন ডিজাইনের কি-বোর্ড চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *