হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় নামছে টুইটার

হোয়াটসঅ্যাপের মতো ভিডিও ও ভয়েস কল টুইটারে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। টুইটারের সর্বশেষ সংস্করণের অ্যাপে এখন থেকে এনক্রিপ্টেড মেসেজ আদান-প্রদান করা যাবে। টুইটার থ্রেডের যেকোনো কমেন্টের রিপ্লাই দিতে সরাসরি ডিএম (ডিরেক্ট মেসেজ) করা যাবে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এসব তথ্য জানান ইলন মাস্ক। টুইটার ২.০ দি এভিরিথিং অ্যাপ আনতে যাচ্ছেন মাস্ক। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এতে ভিডিও ও ভয়েস কল যুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে মেটা প্ল্যাটফরমের হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের সঙ্গে সরাসরি প্রতিন্দ্বিতায় নামছে টুইটার। প্রতিযোগিতা যে শুরু হয়েছে তার ইঙ্গিত টুইটারে এরই মধ্যে পাওয়া গেছে। সম্প্রতি টুইটারের ইঞ্জিনিয়ার ফুয়াদ দাবিরি জানান, ঘুমানোর সময় হোয়াটসঅ্যাপ তাঁর ফোনের মাইক্রোফোনের দখল নিয়ে ব্যাকগ্রাউন্ডে শব্দ রেকর্ড করে। প্রমাণ হিসেবে তিনি অ্যানড্রয়েড ড্যাশ বোর্ডের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। এই টুইটের রিপ্লাইয়ে মাস্ক বলেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না। তবে হোয়াটসঅ্যাপ নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, ব্যবহারকারীর পিক্সেল ফোনে নিরাপত্তা ত্রুটি দেখা দেওয়ার কারণে এমনটি ঘটেছে। মাইক্রোফোন সেটিংসের ওপর ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *