কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোন্ডা শাইন ১০০ এবং টিভিএস রেডিয়ন। এগুলোর মাইলেজও ভালো। এর মধ্য থেকে কোনটা কিনবেন তা অনেকেই ঠিক করতে পারেন না।
মাইলেজ, পারফরম্যান্স এবং ফিচার্সের ক্ষেত্রে কোন বাইকটি সেরা চলুন দেখে নেওয়া যাক।
বিস্তারিত পড়ুনঃ হোন্ডা শাইন নাকি টিভিএস রেডিয়ন কিনবেন?