হোন্ডার সাইন সিরিজের বাইকের জনপ্রিয়তা অনেক দিনের। এর বড় উদাহরণ সাইন ১২৫। কমিউটার মোটরসাইকেলের ক্ষেত্রে যে গুটিকয়েক বাইকের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় তার একটি হোন্ডা সাইন।
এবার এই সিরিজের নতুন মডেলে এসেছে ভারতের বাজারে। ১০০ সিসি ইঞ্জিনে মিলবে মোটরসাইকেলটি। প্রতিষ্ঠানের দাবি, হালকা ওজনের এই বাইকে পাওয়া যাবে দারুণ মাইলেজ। সম্প্রতি বাইকটির উত্পাদনও শুরু করে দিয়েছে হোন্ডা। সূত্রের তথ্য অনুযায়ী, বাইকের প্রথম ব্যাচ ডিলারদের কাছে চলে এসেছে। শীগগিরই শুরু হবে ডেলিভারি।
বিস্তারিত পড়ুনঃ হোন্ডা নিউ শাইন: মাইলেজের রাজা