এইচ স্মার্ট ফিচার নিয়ে বাজারে হাজির হল হোন্ডা ডিও। এই বৈশিষ্ট্য সাধারণত গাড়িতে পাওয়া যায়। এবার এই সুবিধা পাবেন হোন্ডার ডিও মডেলের স্কু্টার চালকরা। একাধিক নতুন ফিচারের সঙ্গে এই স্কুটারটি বাজারে এনেছে হোন্ডা।
নতুন ডিও স্কুটারে ওবিডি ২ নিয়ম মেনে ইঞ্জিন ডিজাইন করা হয়েছে। ভারতে হোন্ডা ডিও স্কুটারের টপ এন্ড ভেরিয়েন্টের দাম ৭৭ হাজার ৭১২ রুপি। বেজ মডেলের দাম ৭০ হাজার ২১১ রুপি।
বিস্তারিত পড়ুনঃ হোন্ডা ডিও: গাড়ির ফিচার স্কুটারে