নতুন স্পোর্টস ইউটিলিটি ভেইকেল (এসইউভি) গাড়ি আনল হোন্ডা। মডেল হোন্ডা এলিভেট। সম্প্রতি এই গাড়ি ভারতের বাজারে এসেছে।
এই গাড়িতে মিলবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। সুরক্ষার ক্ষেত্রে গাড়িতে বিশেষ চমক যোগ করা হয়েছে। এতে থাকছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। সংস্থার দাবি, ভবিষ্যতে গাড়ির বৈদ্যুতিক ভার্সনও নিয়ে আসা হবে।
বিস্তারিত পড়ুনঃ হোন্ডা এলিভেট: শক্তিশালী এসইউভি গাড়ি এলো