হোন্ডার একসময়ের জনপ্রিয় মোটরসাইকেল ইউনিকর্ন নতুন রূপে বাজারে ফিরল। নতুন ডিজাইন ও ফিচারে মডেলটি বাজারে এসেছে। স্টাইলিশ গ্রাফিক্সের পাশাপাশি দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস।
হোন্ডার ইউনিকর্ন ভক্তরা আপডেটেড মডেল কিনতে পারবেন ফ্রেশ লুক এবং রিফাইন ইঞ্জিনে। ভারতের দূষণবিধি মেনে এই ইঞ্জিন রিফাইন করা হয়েছে। এতে যোগ করা হয়েছে ওবিডি ২।
বিস্তারিত পড়ুনঃ হোন্ডা ইউনিকর্ন নতুন রূপে বাজারে এলো