সবাই এখন চ্যাটজিপিটির মতো সেবা দিতে মরিয়া। চীনা কম্পানি হুয়াওয়েও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ জুলাই হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্সে (ক্লাউড) এআই চ্যাটবট ‘প্যাংগু চ্যাট’ নিয়ে হাজির হচ্ছে তারা। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, চ্যাটবট সেবাটি তারা তৈরি করছে সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য।
বিস্তারিত পড়ুনঃ হুয়াওয়ে আনছে চ্যাটবট ‘প্যাংগু’