হুবহু রিন সাবান! নয়া স্যামসাং গ্যাজেট দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

দেখতে হুবহু কাপড় কাচার সাবান! Samsung – এর নতুন গ্যাজেট থেকে হইচই নেট পাড়ায়। সম্প্রতি ভারতে নতুন স্টোরেজ ডিভাইস লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

প্রায় সকলেই বলছেন নতুন SSD দেখে কাপড় কাচার সাবানের কথা মনে পড়ছে। গত সপ্তাহে Instagram পোস্টে এই রাগেড SSD লঞ্চের ঘোষণা করেছিল Samsung। কোম্পানির তরফে জানানো হয়েছিল পোর্টেবল SSD T7 Shield ধুলো-বালি অথবা জল লেগে ক্ষতিগ্রস্ত হবে না। ফলে সুরক্ষিত থাকবে আপনার সব ফাইল।

বিস্তারিত পড়ুন: হুবহু রিন সাবান! নয়া স্যামসাং গ্যাজেট দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *