দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান হুন্ডাই নিয়ে এসেছে নতুন গাড়ি। দুই ধরনের ইঞ্জিনের চারটি সংস্করণে হুন্ডাই ভার্না এসেছে ভারতে। এতে রয়েছে ৬৫টিরও বেশি সুরক্ষা ফিচার্স। মার্সিডিজ, ফরচুনা গাড়িতে রয়েছে এমন একাধিক সুবিধা রয়েছে নতুন এই গাড়িতে।
বিস্তারিত পড়ুনঃ হুন্ডাই ভার্না এসেছে ৬৫টিরও বেশি ফিচার্সে