মানুষের সঙ্গে টেনিস খেলতে পারে ‘ইস্টার’ রোবট। ইস্টারে আছে শক্তিশালী ক্যামেরা ও কম্পিউটার ভিশন অ্যালগরিদম। জর্জিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা রোবটটি বানিয়েছেন। খেলোয়াড়দের ভালোভাবে প্রশিক্ষিত করতে রোবটটি কাজে লাগানো হবে।বিখ্যাত ডাচ টেনিস খেলোয়াড় ইস্টার ভার্জারের নাম অনুসারে রোবটটির নাম রাখা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী হয়েও হুইলচেয়ারে বসে টেনিস খেলে ২১টি সিঙ্গলস এবং ২৭টি ডাবলস জেতেন ইস্টার ভার্জার।
সূত্র : ম্যাশেবল