ভারতের হিরো মটোকর্পের তৈরি সেরা দুই মোটরসাইকেল প্যাশন প্লাস এবং প্যাশন এক্সটেক। হিরো প্যাশন প্লাস নাম শুনে একটু অবাক হতে পারেন। কারণ এই মোটরসাইকেল আজ থেকে প্রায় ৩ বছর আগে বন্ধ করে দিয়েছিল হিরো মটোকর্প। তাহলে এই বাইকের সঙ্গে তুলনা কেন?
চলতি মাসে নতুন করে লঞ্চ হয়েছে হিরো প্যাশন প্লাস। বেশ কিছু আপডেটের সঙ্গে বাজারে পুনরায় এন্ট্রি নিয়েছে এই মোটরসাইকেল। বেস্ট মাইলেজ বাইকের ক্ষেত্রে গ্রাহকদের কাছে আরও একটি বিকল্প তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ হিরো প্যাশন প্লাস নাকি প্যাশন এক্সটেক মডেল কিনবেন?