হিরোর সাশ্রয়ী দামের স্কুটার জুম ১১০ মডেল। চলতি বছরের জানুয়ারিতে স্কুটারটি বাজারে আসে। তীক্ষ্ণ ডিজাইনের সঙ্গে এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এই স্কুটার বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে।
স্টাইলিশ লুকের সঙ্গে স্কুটারের জ্বালানি দক্ষতাও বেশ ভালো। যার দরুন অনেকেই এই স্কুটার কিনতে চাইছেন।
বিস্তারিত পড়ুনঃ হিরো জুম ১১০: সাশ্রয়ী দামে নতুন স্কুটার