সাশ্রয়ী দামে সকলের হাতে বাইকের চাবি তুলে দিতে নতুন বাহন আনল হিরো। প্রতিষ্ঠানটি সুপার স্প্লেন্ডর এক্সটেক মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে।
হিরোর নতুন বাইকে আকর্ষণীয় ডিজাইন দেওয়া হয়েছে। এর ইঞ্জিন বেশ রিফাইন। ফলে অধিক মাইলেজ দেবে। এর রক্ষণাবেক্ষণ খরচও কম।
বিস্তারিত পড়ুনঃ হিরো আনল নতুন স্প্লেন্ডর মোটরসাইকেল