এমন কি কখনো হয়েছে রিনেম বা কপি পেস্ট করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলটাই ডিলিট করে ফেলেছেন? পরে হন্যে হয়ে খুঁজেও ফাইলটি উদ্ধার করতে পারেননি? উইন্ডোজ ১১ ব্যবহারের ক্ষেত্রে এমনটা ঘটে থাকলে নিচের কৌশলগুলো মেনে উদ্ধার করতে পারেন যেকোনো ফাইল। তবে মনে রাখবেন, পুরনো ফাইলের মধ্যে নতুন লেখা লিখে পরবর্তী সময়ে তা খুঁজতে চাইলে এই কৌশল কোনো কাজে দেবে না। ভুলে ফাইল ডিলিট করলে তা রিসাইকল বিনে গিয়ে খুঁজতে হবে। সার্চ অপশনে ফাইলের নাম লিখলে সেটি চলে আসবে।
বিস্তারিত পড়ুনঃ হারানো ফাইল উদ্ধারে যা করবেন