আমেরিকার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলে ডেভিডসনের বাইক ভারতে তৈরি করবে হিরো মটো কর্প। মেড ইন ইন্ডিয়া নতুন রোডস্টার আনতে চলেছে হিরো মটোকর্প এবং হারলে ডেভিডসন। এবার মোটরবাইক লঞ্চের দিনক্ষণ সামনে এল।
ভারতের হিরো মটোকর্প এবং মার্কিন সংস্থা হারলে ডেভিডসন জুটি বেধে নতুন মোটরবাইক আনতে চলেছে দেশে। কিছুদিন আগে মোটরবাইকটি উন্মোচন করা হয়। এবার এই দুই চাকা কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে সেই তারিখও জানা গেল।
বিস্তারিত পড়ুনঃ হারলে ডেভিডসনের বাইক ভারতে তৈরি করছে হিরো